মঙ্গলবার ৬ সেপ্টেম্বর ২০২২ - ১২:৪৫
মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

হাওজা / ইমাম আলি (আঃ) বলেছেন : সর্বশক্তিমান আল্লাহ তায়ালা শিয়া সম্প্রদায়কে আমাদের সাহায্য করার জন্য নির্বাচন করেছেন। যারা আমাদের সুখে সুখী এবং আমাদের দুঃখে দুঃখিত হয়।

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী

قَالَ عَلِیّ عَلَیْهِ السَّلاٰمُ اِنَّ اللّٰهَ ... اِخْتَارَ لَنَا شِیْعَة یَنْصُرُوْنَنَا وَیَفْرَحُوْنَ بِفَرْحِنَا وَیَحْزَنُوْنَ لِحُزْنِنَا

ইমাম আলি (আঃ) বলেছেন : "সর্বশক্তিমান আল্লাহ তায়ালা শিয়া সম্প্রদায়কে আমাদের সাহায্য করার জন্য নির্বাচন করেছেন। যারা আমাদের সুখে সুখী এবং আমাদের দুঃখে দুঃখিত হয়।"

পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, আমাদের সবচেয়ে বড় গর্ব হল আমরা মুহাম্মদ (সাঃ) ও আ'লে মুহাম্মদ (সাঃ)-এর পরিবারের মান্য কারীদের মধ্যে অন্তর্ভুক্ত আছি। উল্লেখিত হাদীসে আমাদের পক্ষ থেকে তাঁদের যিকর্ করাকে তিনি (আঃ) সাহায্য হিসেবে উল্লেখ করেছেন। এবার প্রশ্ন হল আমরা কিভাবে আহলেবায়েত (আঃ)-কে সাহায্য করতে পারি? শিয়াদের গুণ হল, তারা আহলেবায়েত এর দুঃখ'কে নিজের দুঃখ এবং তাঁদের সুখ'কে নিজের সুখ বলে মনে করে। যেমনটি তিনি বলেছেন। যদি শোকের দিন হয়, তাহলে এই দিনটি আমাদের জন্য দুঃখজনক হবে এবং আনন্দের দিন হলে ওই দিনে আমরাও আনন্দিত হই।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha